রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
419 ভিউ

মাওলানা সেলিম হোসাইন আজাদী
চেয়ারম্যান
বাংলাদেশ মুফাস্সির সোসাইটি

মাওলানা সেলিম হোসাইন আজাদী ১৯৮৫-এর ১৩ অক্টোবর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার সম্পন্ন করেন। তার লেখা জনপ্রিয় গ্রন্থ ইসলাম সর্বকালের শ্রেষ্ঠধর্ম কেন হলো, আল্লাহর দয়ার পরিচয়, আলোকিত জীবনের পথ, কুরআনের আয়নায় নিজেকে জানা, কবর দেশের খবর নিয়ে যাও, রমজান প্রতিদিন আল্লাহ প্রেমে জীবন যাপন, মুমিন হওয়ার ছবক, ঘুরে দেখা মুসলিম বিশ্ব, ইসলামে মায়ের প্রতি ভালোবাসা, জীবন বদলের চাবিকাঠি পাঠক হৃদয়ে ছোঁয়া দিয়েছে। হালে ওয়াজ মাহফিল ও কুরআনের তাফসির করে মানব মনে ধর্মের চারা রোপণ করছেন। তার মন-মগজে মিশে আছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ঘ্রাণ। তিনি এ দেশের আকাশ মিডিয়ায় যেমন বিচরণ করছেন, তেমন প্রিন্ট মিডিয়ায়ও বিচরণ রয়েছে তার। মানবতার প্রেমকথা বলে যাচ্ছেন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলগুলোতে। দেশের শীর্ষ দৈনিকগুলোতেও লিখছেন নিয়মিত বিশেষ করে নিউজ ২৪ এর আলোকিত প্রতিদিন অনুষ্ঠান ও দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের কলাম পাঠক ও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার বক্তৃতা ও গদ্যে বারবার উচ্চারিত হয় মা-মাটি ও ইসলাম। দেশ স্বাধীনতা এবং ইসলামের কথাই চিত্রায়িত হয় তার চিন্তায়। প্রতিভাবান হাসি-খুশি এ মানুষটি আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হাজীদের হজ করানোর জন্য প্রতিষ্ঠা করেছেন, এম. সেতারা টেড ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা করেছেন অনলাইন টিভি চ্যানেল ইসলামিক টিভি ২৪ ও অনলাইন পত্রিকা প্রথম আওয়াজ ও মাসিক জামানার কাগজ। প্রতিষ্ঠা করেছেন গবেষণামূলক প্রকাশনা সংস্থা ‘মাটি’। একাধিক শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও সেবা প্রতিষ্ঠানের মধ্যমনি তিনি।
মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
মাওলানা সেলিম হোসাইন আজাদী
চেয়ারম্যান
বাংলাদেশ মুফাস্সির সোসাইটি

বাংলাদেশ মুফাসসির সোসাইটির  লক্ষ উদ্দেশ্য
১. মানব কল্যাণে নিবেদিত ধর্মীয় বিশেষজ্ঞ তৈরী করে জীবনমানের উন্নয়নে কাজ করা।
২. শিক্ষার মান উন্নয়ন ও জীবনমূখী শিক্ষার প্রসার ঘটানো ।
৩. সুবিধাবঞ্চিত অবহেলিত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা ।
৪.সকল প্রকার অন্যায়,  অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ড ও দুর্নীতি নির্মূলে ভূমিকা পালন করা।
৫. দেশ,  স্বাধীনতা ও মানবতার কল্যানে নিবেদিত কর্মী তৈরী ও উন্নয়ন মূখী কর্মকান্ডে অংশিদারিত্ব করা।

কর্মসূচী
১. মুফাসসির ও ওয়ায়েজদের জন্য  প্রশিক্ষণ ইনইস্টিটিউটে বক্তৃতা ও ওয়াজ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা।

নবীন মুফাসসির ও ওয়ায়েজদের ক্যারিয়ার উন্নয়নে পারস্পারিক সহযোগীতা করা ও অক্ষম মুফাসরিস ও ওয়ায়েজদের কল্যান ফান্ড গঠনের মাধ্যমে সাহায্য করা।
২. দরিদ্র জনগোষ্টির জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
৩. পথ শিশুদের জন্য পথ শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্র গড়ে তোলা
৪. মাদক আসক্তদের জন্য নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা
৫. অবহেলিত মা বাবাদের জন্য মাতৃ ও পিতৃ নিবাস প্রতিষ্ঠা করা
৬. সামাজিক অবক্ষয় রোধে গণমাধ্যমে জন সচেতনতা সৃষ্টি করা
৭. মসজিদ, মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা করা
৮. সুবিধা বঞ্চিতদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে চিকিৎসা সেবাকেন্দ্র গড়ে তোলা
১১. মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা
১২. সৌদি আরবে হারিয়ে যাওয়া হাজীদের ঠিকানা খুজে পেতে সহযোগিতার জন্য হারানো কেন্দ্র গড়ে  তোলা
১৩. ভ্রাম্যমান লাইব্রেরী প্রতিষ্ঠা করা
১৪. মাহে রমজানে পথ যাত্রীদের ইফতার প্রদান করা
১৫. ইসলামের সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে তাফসির ও ওয়াজ মাহ্ফিল এবং ইসলাহি তালিমি মাহফিলের আয়োজন করা
১৬. স্কুল চলাকালিন সময়ে স্কুলে অবস্থানরত অভিভাবকদের পাঠ অভ্যাস গড়ে তোলা
১৭. ফুড ব্যাংক পরিচালনা করা
১৮. বয়স্কদের জন্য  কুরআন ও জীবন ঘনিষ্ট মাসলা মাসায়েলের  কোর্স চালু করা
১৯. দুর্যোগকালিন সময় ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করা ও শীত বস্ত্র বিতরণ করা।
২০. শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গীনায় অব্যবহৃত ভূমিতে বৃক্ষ রোপন করা
২১. শহর পরিচ্ছন্নতার জন্য সেচ্ছাশ্রমের ভিক্তিতে পরিচ্ছন্নতা কর্মী টিম গড়ে তোলা
২২. হতাশ ও দুশ্চিন্তা গ্রস্থদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও সুখী পরিবার  গঠনে আন্তর্জার্তিক মানের ইসলামিক কাউন্সিলিং ক্লাব প্রতিষ্ঠা করা
২৩. বাংলাদেশের হতদরিদ্র মেধাবি শিক্ষর্থীদের শিক্ষা গ্রহণে সহযোগীতা করা
২৪. সমাজের শান্তি, সম্প্রীতি ও সৃঙ্খলা বজায় রাখার জন্য সময় উপযোগী সমস্যার সমাধানে খুতবা প্রস্তুত করে বিনা মূল্যে প্রচার ও প্রকাশ করা।

২৫. নামাজের দাওয়াত কার্যক্রম চালুরাখা

২৬. পরিবারের সদস্যদের নিয়ে দৈনিক তালিম প্রতিষ্ঠা করা।

২৭. তৃতীয় লিঙ্গের জনগোষ্টির জন্য শিক্ষা সুবিধা চালু রাখা।

২৮. অসহায়দের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা।

  • মাসিক জামানার কাগজ, অনলাইন নিউজ পোর্টাল প্রথম আওয়াজ ও অনলাইন টিভি চ্যানেল ইসলামিক টিভি ২৪ সকল কর্মসূচী পালনে মুখপাত্রের ভূমিকা পালন করবে।
  • এম. সেতারা ট্রেড ইন্টারন্যাশনাল (হজ লাইসেন্স নং ৯১৪) মিডিয়া পার্টনার হিসোবে কাজ করবেন।

আল্লাহ আমাদের সকল প্রায়াসকে কবুল করুন। আমিন।

Facebook Comments Box
advertisement

চেয়ারম্যান
মাওলানা সেলিম আজাদী